মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জনের মৃত্যু

আন্তর্জা‌তিক ডেস্ক

বিস্ফোরণে আবারও রক্তাক্ত হলো আফগানিস্তান। দেশটির চার জায়গায় বৃহস্পতিবারের বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।

মাজার-ই-শরীফ শহরের একটি শিয়া মসজিদে প্রথম বিস্ফোরণটি হয়। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত ৮৭ জন।

ইসলামিক স্টেস্ট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। তালেবান বলছে, তারা আইএসকে পরাজিত করেছে। কিন্তু গোষ্ঠীটি আফগানিস্তানের নতুন শাসকদের কাছে একটি গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আইএস বলছে, মাজার-ই-শরীফ মসজিদে হামলায় তারা রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরিত বুবি-ট্র্যাপড ব্যাগ ব্যবহার করেছে। গোষ্ঠীটির সাবেক নেতা ও মুখপাত্রকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বাকি তিনটি হামলার বিষয়ে তারা কিছু জানায়নি।

দ্বিতীয় হামলাটি হয় কুন্দুজের একটি পুলিশ স্টেশনের কাছে। গাড়িতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত চার জন প্রাণ হারান। আহত হয়েছেন ১৮ জন।

পূর্ব নাঙ্গারহার প্রদেশের একটি রাস্তায় হয় তৃতীয় হামলা। তালেবানের গাড়িতে মাইন বিস্ফোরণে নিহত হন চার জন। একজনের অবস্থা গুরুতর।

এ ছাড়া রাজধানী কাবুলের নিয়াজ বেইক এলাকায় মাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

কাবুলের শিয়া অধ্যুষিত দাশত-ই-বার্চি এলাকার আব্দুল রহিম হাই স্কুলে দুই দিন আগে বোমা হামলা হয়। এতে ছয়জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এর দায় নেয়নি আইএস।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন