পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিঘলিয়ায় গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান রাসেল এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য মোসাঃ শামছুন্নাহার বেগম, ফারহানা হালিম, দিঘলিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, জেলা ছাত্রলীগের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ফোরকান আহন্মেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, সদস্য সচিব আবুল বাশার, ছাত্রলীগনেতা শেখ রাসেল, মোঃ আলমগীর হোসেন, মোঃ নাসিরউদ্দিন, মোঃ সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগনেতা আজমল হোসেন, আবুবকর প্রমুখ।