খুলনাসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন আয় বুঝে ব্যয় করতে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
সভায় ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ’ প্রকল্পে ১২২ কোটি ১৩ লাখ টাকা ও ‘বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্তফুলী নদী পর্যন্ত খাল খনন’ প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১০৬ কোটি ৪৬ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। প্রকল্প দু’টি অনুমোদন দেওয়ার সময় সব সিটি কর্পোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনগুলো প্রায় অনুদান নির্ভর। প্রধানমন্ত্রী তাদের নিজেদের আয়ে চলতে ও আয় বুঝে ব্যয় করতে বলেছেন। আমরা আর সিটি কর্পোরেশনগুলোকে টানবো না।
সাবেক মেয়র ও আ’লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময় স্বাবলম্বী ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যদের এবিএম মহিউদ্দিনের মতো পথ অনুসরণ করতে বলা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, মহিউদ্দিনের সময় চট্টগ্রাম স্বয়ংসম্পূর্ণ ছিল। সবার উচিত আয় বুঝে ব্যয় করা। মহিউদ্দিনের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মহিউদ্দিনের সময় আর্থিক ঘাটতি ছিল না ও চমৎকার ছিল সবকিছুই।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, যেখানে শিল্প হবে সেখানে সিইটিপি (শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও কুমিলা সিটি কর্পোরেশনকে নিজেদের আয়ে চলতে বলেছেন।
এছাড়া সভায় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রমে ১৫৬ কোটি ৮৮ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দুধের বহুমুখী ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী। পনির ও ঘিসহ নানা পণ্য হতে পারে। শীতকালে দুধের উৎপাদন বাড়ে। আমরা বিদেশ থেকে গুঁড়া দুধ আমদানি করি। সুতরাং বেসরকারিখাত গুঁড়া দুধের প্রকল্প নিতে পারে।