খুলনা জেলার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর অশ্লীল, কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও উপজেলা আওয়ামী লীগসহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা চৌরাস্তার মোড়ে উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা মিন্টু মোল্লার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম বেধে দেন। পরবর্তীতে আঃলীগ এর পক্ষ থেকে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ পত্র দাখিল করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, সদস্য ফারহানা হালিম ও শামসুননাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ রায়হান, সহপ্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহআলম, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিতা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক খান আবু সাইদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল বাসার প্রমুখ।