খুলনা সদর এলাকায় আজ মঙ্গলবার ভ্র্যাম্যমাণ আদালতে দুটি ঘোষ ডেইরিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সাউথ সেন্ট্রাল রোডের কয়লাঘাট কালীবাড়িতে সাতক্ষীরা যাদব ঘোষ ডেইরি এবং সুমন ডেইরিতে অভিযান করা হয়। এসময় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সাতক্ষীরা যাদব ঘোষ ডেইরিকে ৫০ হাজার টাকা এবং সুমন ডেইরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহায়তা করেন আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।