খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

কলেজ শিক্ষকের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা, অর্থ উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক আইডি হ্যাক করে ম্যাসেঞ্জারের মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ উদ্ধার করে বাদীকে ফিরিয়ে দিল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সূত্র জানায়, গত ৮ এপ্রিল বটিয়াঘাটা কলেজের শিক্ষিকা রঞ্জু মিত্রের নিজ নামীয় ফেইসবুক আইডি হ্যাক হয়। এরপর প্রতারকচক্র ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদের নিকট রঞ্জু মিত্র সেজে বিভিন্ন সমস্যা উল্লেখ করে বিকাশের মাধ্যমে টাকা চাইতে শুরু করে। তখন রঞ্জু মিত্রের ফ্রেন্ডদের মধ্যে থাকা তিনজন মোট ১৫ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়।

বিষয়টি প্রকাশ হওয়ার পরে রঞ্জু মিত্র বাদী হয়ে এই ঘটনা উল্লেখ করে বটিয়াঘাটা থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে খুলনা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই বিষয়ে কাজ শুরু করে।

সাইবার টিমের ঐকান্তিক প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকা থেকে প্রতারকচক্র বিকাশ এজেন্টের নিকট হতে টাকা ক্যাশ আউট করার পূর্বেই সাইবার টিম ১৫ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধার করা টাকা ভুক্তভোগী রঞ্জু মিত্রকে ফেরত দেওয়া হয়। তিনি টাকা পেয়ে উচ্ছ্বসিত, পুলিশের এই কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার জানান, মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোন বিষয়ে পোস্ট করা বা কোন পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!