মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৩ জনকে জরিমানা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৩ ব্যবসয়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মো. আলী হাসানের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করা হয়। বাজারের ৩ টি দোকানে প্যারাসুট নারকেল তেলের আদলে নকল ও ভেজাল তেল প্যারাসুইট ও পারামুট নামে বিক্রি হচ্ছিল।

বিএসটিআই এর অনুমোদন বিহীন এসব পণ্যের গায়ে কোম্পানির নামের কোন ঠিক নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মেসার্স ইব্রাহিম স্টোরের ইব্রাহিম শেখ, মোরেলগঞ্জ স্টোরের দুলাল হাওলাদার এবং দেলোয়ার স্টোরের দেলায়ার হোসেন নামের এই ৩ ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন