খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার

গেজেট ডেস্ক 

জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার চেয়ারম্যান-কাউন্সিলররা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ভোটার। কিন্তু করোনার কারণে বাংলাদেশসহ সারাবিশ্বেই স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে।

ইউপি নির্বাচনসহ অনেক নির্বাচনই যথাসময়ে সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। সে কারণে জেলা পরিষদের নির্বাচনও করা যায়নি।

তিনি আরও বলেন, এর পাশাপাশি জেলা পরিষদকে জনকল্যাণমুখী করার জন্য আইনের সংশোধন করার প্রয়োজন ছিল। ইতোমধ্যে সেই আইনও সংশোধন করা হয়েছে। বর্তমান আইনের বিধান অনুযায়ী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করার সুযোগ আছে। সেটা করার জন্য উদ্যোগও নেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!