পণ্যের লেনদেনের ক্ষেত্রে পরিমাপে কম প্রদানসহ বিভিন্ন অপরাধে নগরীর রেনা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) খুলনা মহানগরীর দৌলতপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, সোমবার খুলনার দৌলতপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ। মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স রেনা ফিলিং স্টেশনে অভিযান করা হয়।
এ সময় “ওজন ও পরিমান মানদণ্ড আইন, ২০১৮” অনুসারে পণ্যের লেনদেনের ক্ষেত্রে পরিমাপে কম প্রদান এবং বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত স্টোরেজ ট্যাংক, অয়েল ট্যাংকার ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহায়তা করেন বিএসটিআই এবং আনসার সদস্যরা। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।