শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গে‌জেট ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্সের ছেলে।

স্থানীয় সংবাদকর্মী মঞ্জুর ঢালী জানান, সকালে ময়নার খাল নামক নতুন ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিলেন সাইদুল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই বাড়ির বিদ্যুতের মিটার খুলে যায়। সোমবার সকালে বিদ্যুতের মিটার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন