মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটের চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতি‌বেদক

বাগেরহাটের চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাগেরহাটের সদর থানাধীন ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক আসামিরা হচ্ছে, মোঃ সুলতান হাওলাদার(৫০), খোকন ঘোষাল(৩০), বেল্লাল খাঁ(৪৫) ও মোঃ নিয়ামুল ব্যাপারী(৩০)। তারা সকলেই বাগেরহাটের মোংলা থানাধীন কানাইনগরের বাসিন্দা।

জানা যায়, গত ১৬ এপ্রিল রাত ১০টার সময় ভিকটিম বিনোদ সরকার তার নিজের বাড়ি থেকে বাগেরহাটের মোংলা বাজার যাওয়ার পথে ২০/২৫ জন দুস্কৃতিকারী পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথা সহ শরীরের অন্যান্য স্থানে খুনের উদ্দেশ্যে আঘাত করে। এসম তাকে গুরুতর জখম করে এবং ৫০ হাজার টাকার মালামাল লুট করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেয় ৷

এ ঘটনায় ভিকটিমের ভাই কুমুদ সরকার বাদী হয়ে বাগেরহাট জেলার মোংলা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। হামলার বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে৷ এ মামলায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল র‌্যাব এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যা চেষ্টা মামলার আসামিরা বাগেরহাটের সদর থানা এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি বাগেরহাট সদর থানাধীন ষাট গম্বুজ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলা প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন