রাজধানীর খিলক্ষেতে এক নারীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে তার পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে পাওয়া গেছে তার পরিচয়।
পুলিশ জানিয়েছে, নিহত ওই নারীর নাম শারমিন বেগম। বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তার বাবার নাম আবদুর রহমান, মা আয়েশা খাতুন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সব্বির আহমেদ বলেন, ‘খিলক্ষেতে নারীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত নারীর ঠিকানা সম্পর্কে আমরা জানতে পেরেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা থানায় আসছেন।’
তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হবে। কারা এর সঙ্গে জড়িত এসব বিষয়ে তদন্ত চলছে।
শনিবার সকাল ১০টার দিকে কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মুন্সী সাব্বির আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে মেরে অথবা যেকোনো উপায়ে মেরে এখানে ফেলে গেছে। মরদেহের কোথাও ক্ষত নেই। ওই নারীর মুখের অংশ মাটিচাপা অবস্থায় ছিল। শরীরের বাকি অংশ মাটির বাইরে ছিল। লাশ দেখে মনে হচ্ছে গত রাতেই মেরেছে।’