ইউক্রেনে রুশ সেনাবাহিনী থেকে উদ্ধার হওয়া এলাকায় অনেক গণকবরের সন্ধান মিলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এসব এলাকায় হাজার হাজার ইউক্রেনীয়রা রুশ বাহিনীর হাতে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ জেলেনস্কির।
মঙ্গলবার লিথুয়ানিয়ান পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া ভাষণে রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ তুলেন ভলোদিমির জেলেনস্কি।
ভাষণে জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই নতুন নতুন গণকবরের সন্ধান মিলছে। নালার মধ্যে এবং মাটির নিচে মরদেহ পাওয়া যাচ্ছে। ম্যানহোল এবং বেসমেন্টে এখনও মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে। বাঁধা ও বিকৃত লাশের দেখা মিলছে।শত শত ধর্ষণের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বেশ বড় জনবহুল গ্রামগুলো এখন প্রায় বাসিন্দা ছাড়া।
জেলেনস্কি অভিযোগ করেন, শত শত ধর্ষণের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এমনকি রুশ বাহিনী একটি শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ এসেছে।
আমি নিশ্চিত যে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করবে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনী কর্তৃক সংঘটিত ‘যুদ্ধাপরাধের তদন্ত’ শুরুর বিষয়টি লিথুয়ানিয়ান সংসদ সদস্যদের জানান জেলেনস্কি।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ান সেনা অভিযানের পর থেকেই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের আনা অভিযোগ বরাবরই অস্বীকার করছে মস্কো। তথ্যসূত্র: দ্য হিল