বাগেরহাটের ফকিরহাট উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর একমাত্র ভরসার জায়গা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফকিরহাট ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মানুষ এ উপজেলায় স্বাস্থ্য সেবার উপর নির্ভর করে। তবে হাসপাতালটিতে এখন বড় সমস্যা হয়ে দাড়িয়েছে বিশুদ্ধ পানির সংকট। অসহায় জনগোষ্টির একমাত্র ভরসার জায়গা এই সরকারি হাসপাতালে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে এক্সেরে মেশিন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, হাসপাতালে বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘদিনের। মফস্বল থেকে দরিদ্র ব্যক্তিরাই চিকিৎসা নিতে আসে এখানে। টাকা দিয়ে পানি কেনার মত সামর্থ সবার থাকে না। হাসপাতাল চত্তরে যে টিউবয়েলটি রয়েছে তা প্রায়ই অকেজো থাকে। সেখানের পরিবেশও খুবই নোংরা ও অপরিচ্ছন্ন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের অনেকেই জানান, পানির জন্য হাসপাতাল চত্তরে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়। স্বাস্থ্য সেবার পাশাপাশি পরিছন্ন পরিবেশে সুপেয় পানির ব্যবস্থার দাবি জানান তারা।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ প্রতিবেদককে জানান, ওয়াটার পাম্পের সাহায্যে হাসপাতাল চত্বরের গভীর নলকূপ থেকেই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। এক্সরের বিষয়ে সমস্যা সমাধানে কাগজে কলমে যোগাযোগ চলছে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে। সকল সমস্যার দ্রুত সমাধান হবে।
খুলনা গেজেট/ এস আই