শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস আলী নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার(১১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কন্যাদাহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের মৃত-মনির উদ্দিনের ছেলে এবং কন্যাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনি বাইসাইকেলযোগে তারাবির নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথেই একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন