সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট বিভাগ, ঢাকার নির্দেশনা মোতাবেক ভিকটিম সুখমনি (১৫) এবং হাজতি বন্দি মোঃ রফিকুল ইসলাম বাবু (৩৯) এর কারাগারে অন্তরীণ অবস্থায় বিবাহকার্য সম্পাদনের নির্দেশনার প্রেক্ষিতে রোববার (১০ এপ্রিল) বিকেলে কারাগারের অফিস কক্ষে খুলনা জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে বন্দিদ্বয়ের বিবাহকার্য সম্পন্ন করা হয়।
খুলনা সদর থানাধীন রায়পাড়া এলাকার মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবু এবং একই এলাকার মৃত গনি মোড়লের মেয়ে সুখমনি।
বন্দিদ্বয়ের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপার মোঃ ওমর ফারুক, জেলার মোঃ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মোঃ ফখরউদ্দিন, ডেপুটি জেলার মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, সার্জেন্ট ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পদে নিয়োজিত কারা কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য যে, হাজতি বন্দিদ্বয় খুলনা থানার মামলা নং-১৪, তারিখ-১৪.১২.২০২০, জি আর-৩৪৩/২০২০ মামলায় ২০২০ সালের ১৭ ডিসেম্বর থেকে খুলনা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।
খুলনা গেজেট/ টি আই