পাকিস্তানের পার্লামেন্টে থেকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা পদত্যাগ করেছেন।
সোমবার (১১ এপ্রিল) তাদের পদত্যাগের কথা জানায় ডন নিউজ।
পিটিআইয়ের সংসদীয় দলের বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে পিটিআই নির্বাচন বর্জন করার পর দেশটির নিরাপত্তা পরিষদে ডেপুটি স্পিকার কাশেম সুরির সভাপতিত্বে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে অধিবেশন শুরু হয়েছে।
অধিবেশনে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ, পিপিপি সহ-সভাপতি আসিফ আলী জারদারি ও বিরোধী অন্য নেতারা উপস্থিত রয়েছেন।
এদিকে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খান সোমবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো পার্লামেন্টে গেছেন।
পিটিআই চেয়ারম্যান পার্লামেন্টে পৌঁছালে তার দলীয় আইনপ্রণেতারা স্লোগান দিতে থাকেন।
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রবিবার (১০ এপ্রিল) রাতে ব্যাপক বিক্ষোভ করে শক্তি প্রদর্শন করেন হাজারো পিটিআই সমর্থক।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের নতুন জোট সরকারের মেয়াদ ছয় মাসের বেশি হবে না। নতুন নির্বাচনে যেতে জোট সরকারের কমপক্ষে সাত মাস সময় লাগতে পারে। এই সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী সংস্কার সম্পন্ন করতে হবে।
এদিকে সরকারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নওয়াজের ছোট ভাই ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ।
খুলনা গেজেট/এএ