মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে ডায়রিয়া রোগীর চাপে হিমশিম খাচ্ছেন নার্স-চিকিৎসকরা

গে‌জেট ডেস্ক

বাগেরহাটে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। সদর হাসপাতালে ৪ বেডের অনুকূলে প্রতিদিন কমপক্ষে ৩০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।

বাগেরহাটে ডায়রিয়া পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। প্রতিদিন নানা বয়সী মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন বাগেরহাট সদর জেলা হাসপাতালে। হাসপাতালের শয্যাসংকটে বিপাকে চিকিৎসা নিতে আসা রোগীরা। শয্যাসংকটে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। তা ছাড়া আইভি স্যালাইন ছাড়া অন্যান্য ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ রোগীদের।

হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।

ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে বেশি বেশি করে স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসক সুদীপ দেবনাথ।

চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন রয়েছে, তবে রোগীর চাপ বাড়লে কিছু ওষুধ বাইরে থেকে কেনার কথা জানান জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্ধার।

গত এক সপ্তাহে বাগেরহাট জেলা হাসপাতালে প্রায় দুইশো রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সাত শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন