খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

কয়রায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৪

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী দু’পক্ষের সংঘর্ষে ১৪ জন গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রবিবার(১০ এপ্রিল ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, জায়গা জমি দখল নিয়ে দীর্ঘদিন এই দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। আইনি লড়াইসহ ইউনিয়ন পরিষদে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশি মীমাংসার মাধ্যমেও সমাধান হয়নি।

দু’পক্ষর সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন সালমা খাতুন(৩২), মহরাম গাজী (৩০), জিয়ারুল দফাদার(২২), হাসান দফাদার(৩২), আলতাফ দফাদার (৩৫) ও লাবনী বেগম (২৮)। এদেরকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রেজাউল গাজী (২৫) ইয়াছিন সরদার (৩০) আনছান গাজী( ৪৫) মনির উদ্দিন (৭০) বিল্লাল দফাদার (৪৫) কামাল দফাদার (২৫) মহাসিন দফাদার (৩০) রুমি বেগম (২৮) এদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঠবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জায়গা জমি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কয়রা থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম আলী বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষেরই অনেকে আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ নিয়ে আসেনি। তবে অভিযোগ নিয়ে আসলেই মামলা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!