দল বদলের বাজারে বাজিমাত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো, জ্যাডন সানচো, রাফায়েল ভারানদের ভিড়িয়ে শিরোপা স্বপ্ন বুনছিল রেড ডেভিলরা। তবে প্রত্যাশা অনুসারে প্রাপ্তির খাতা শূন্যের কোঠায় ইউনাইটেডের। চ্যাম্পিয়নস লীগের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়া ম্যানইউ আগামী আসরে সুযোগ পাওয়ারই সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা ম্যানইউ সবশেষ ম্যাচে হেরেছে এভারটনের মাঠে। দলের হারের ম্যাচে অনুজ্জ্বল ছিলেন রোনালদোও। সবমিলিয়ে সাজঘরে ফেরার পথে মেজাজ হারিয়ে বসেন পর্তুগিজ সুপারস্টার। এক দর্শকের মুঠোফোন আছাড় মারেন।
যদিও পরে দুঃখ প্রকাশ করেছেন সিআরসেভেন।
এভারটনের মাঠে শনিবার ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটা সজোরে আঘাত করেন রোনালদো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এক দর্শকের ফোন আছাড় মারেন রোনালদো। মাটিতে আছড়ে পড়ে ভেঙে যায় ফোনটি।
বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে রোনালদো লিখেছেন, ‘ যে ধরনের পরিস্থিতির মোকাবিলা আমরা করছি, এরকম কঠিন পরিস্থিতিতে আবেগ সামলানো কখনোই সহজ নয়। তবে যাই হোক, আমাদেরকে শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে। নান্দনিক এই খেলাকে ভালোবাসে যে তরুণরা, তাদের সামনে উদাহরণ তৈরি করতে হবে।’
Clear angle
Ronaldo smashed the kids phone is pretty clear now https://t.co/s1Pn24BXSU
— Hamza (@lapulgafreak) April 9, 2022
ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ খেলার আহ্বান জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘হঠাৎ ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই। যদি সম্ভব হয়, ফেয়ার প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাতে চাই।’
ম্যানচেস্টার ইউনাইটেড বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে রয়টার্সকে।
জ্যাক নামের এক যুবকের ফোনটি ভেঙেছেন রোনালদো। জ্যাকের মা সারা কেলি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর কা- নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘খেলা শেষে রোনালদো যখন ফিরছিল, জ্যাক তার ভিডিও ধারণ করছিল। তখন তার ফোনটি আছাড় মারে রোনালদো। এটা অবিশ্বাস্য যে, একজন পেশাদার ফুটবলার কীভাবে একটা শিশুর সঙ্গে এমন আচরণ করতে পারে।’
রোনালদোর মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। গত ফেব্রুয়ারিতে ম্যাচ চলাকালেই ম্যানইউ সতীর্থ অ্যালেঙ্গার উপর থুতু ছিটিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন রোনালদো। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচে আইরিশ ফুটবলারকে গালে চড় বসিয়েছিলেন পর্তুগাল অধিনায়ক। চড় খাওয়া সেই ফুটবলার রোনালদো স্পটকিক নেয়ার আগে বলে লাথি মেরেছিলেন। এর আগে একবার সাংবাদিকের মাইক্রোফোন পানিতে ফেলে দিয়েছিলেন রোনালদো।