মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে কৃষক হত্যায় ৫ জনকে আসামি করে মামলা

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালের উজলকুড় গ্রামের কৃষক ওমর ফারুক হত্যার ঘটনায় ৫ জনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে রামপাল থানায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেন নিহতের ভাই আশিকুর রহমান।

মামলার আসামিরা হলেন, সিদ্দিকুর শেখ, কামাল হোসেন, জামাল হোসেন, আলী ও নাসুমা।

উল্লেখ, গত বুধবার বিকাল সাড়ে ৫টায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে উজলকুড় গ্রামের পিচপাকা রাস্তার মাথায় আসামীরা উপর্যুপরি কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে খুমেক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭ টায় ওমর ফারুক মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামি ধরতে পারেনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, সামসুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন