গুরুত্বপূর্ণ ঘোষণা আস‌ছে ইমরান খা‌নের

আন্তর্জাতিক ডেস্ক

সুপ্রিম কোর্টের রায়ের কারণে আগামীকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটের মুখে পড়ছেন। এর প্রেক্ষিতে আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে ইমরান খান গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে গুরুত্বপূর্ন ঘোষণা দেবে। এটি রাত ৯ টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) প্রচার হবে।

পিটিআই নেতা ফয়সাল জাভেদ খান বলেন, ইমরান তার পথে আসা চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবেন তা ভালভাবে জানেন।

তিনি আরও বলেন, আপাতদৃষ্টিতে বিরোধীরা ভাবছে তারা জিতে গেছে কিন্তু সেটা না। তারা হেরে গেছে।

ফয়সাল জাভেদ খান আরও বলেন, ক্যাপ্টেন আজ গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। তিনি কখনো জাতিকে হতাশ করবেন না।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন