রমজানের ৪র্থ দিনে নগরীর ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। বুধবার (৬ এপ্রিল) নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং হামিদা মুস্তফা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে পণ্যের গুনগত মান, কারখানার পরিবেশ ও লাইসেন্স বিষয়ক তদারকি করা হয়। এসময় ওজন ও পরিমাপ মান দন্ড আইন, ২০১৮, বিএসটিআই আইন, ২০১৮ আইন অনুসারে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য দোকানীদের এবং কারখানা মালিকদের যথাযথ নির্দেশ দেন কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।
জনস্বাস্থ্য নিশ্চিতকল্পে এবং খাদ্যের নিরাপত্তা বজায় রাখতে পুরো রমজান মাসেই মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে।