ঝিনাইদহে নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম রোজা থেকেই দফায় দফায় বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রমজানের আগের দাম থেকে দ্বিগুনেরও বেশি দামে বিক্রি করতে দেখা যাচ্ছে। যার সঠিক কোন ব্যাখ্যা দাড় করাতে পারছেন না ক্রেতা।
সরেজমিনে ঝিনাইদহের কালীগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, ৪/৫ দিন আগে বাজারে ১৬ টাকা হালির কলা এখন ১৫/৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে নিন্ম আয়ের মানুষেরা এখন কলার ধারে কাছেও ভীড়তে সাহস পাচ্ছে না। ক্রেতারা জানান, ২/৩ দিনের ব্যবধানে কলার দাম এত বেশি বাড়তে পারে না। রমজান মাসকে সামনে রেখেই এক শ্রেনীর অসাধু কলা ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দাবী, তেল ও চিনির মত কলার বাজার নিয়ন্ত্রণেও প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, রমজানে সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং চলছে। বাজারে নিত্যপণ্য বেশি দামে বিক্রি হচ্ছে শুনেছেন। প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানান তিনি।
খুলনা গেজেট/ এস আই