চুয়াডাঙ্গার জীবননগরে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এর সহকারী নিহত হয়েছেন। উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে সোমবার(৪ এপ্রিল) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ১৩ বছরের হাসান আলী গোয়ালপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি ভর্তি করে ভিভিএম ইটভাটায় নিচ্ছিল সম্রাট পরিবহন নামে একটি ট্রাক্টর। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত ইটভাটার পাশে আমবাগানে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সহকারী হাসান।
তিনি আরও জানান, ট্রাক্টরটি হাসান আলীই চালাচ্ছিল। চালক ফারদিন হোসেন ট্রাক্টরের পাশে বসে ছিলেন। ঘটনার পর চালক ফারদিন পালিয়ে যান।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ট্রাক্টরটি হাসান আলীই চালাচ্ছিল। চালক ফারদিন হোসেন ট্রাক্টরের পাশে বসে ছিলেন। ঘটনার পর চালক পালিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।