সাকিব আল হাসান না থাকায় কম্বিনেশন সাজাতে বিপদে বাংলাদেশ দল। তবে ডারবান টেস্টে ঝুঁকি এড়াতে রক্ষণাত্মক পথে হেঁটেছে মুমিনুল বাহিনী। বাড়তি ব্যাটসম্যান খেলাতে একাদশে তিন পেসার আর এক স্পিনার। দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ বল করেছেন মাত্র ১ ওভার, কাঁধের ব্যথায় ভুগছেন এই ডানহাতি পেসার। বোলার সংকটে ভোগা সফরকারীদের যেখানে প্রতিপক্ষের ওপর চাপ তৈরির লক্ষ্য, সেখানে একাধিক সুযোগ মিসে এলোমেলো বাংলাদেশ দল।
চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৫ রান জমা করেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে, ১৭৪ রানের। ডিন এলগার ৬২ এবং কিগান পিটারসেন ২১ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ অলআউট হয় প্রোটিয়ারা। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা স্কোরবোর্ডে ৬ রান তুলতে শনিবার আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা শুরু হয়। আজ (রোববার) চতুর্থ দিনে দলের রান বাড়িতে নিতে দুই ওপেনার ডিন এলগার আর সোরেল এরউই সমান ৩ রান নিয়ে ব্যাট করতে নামেন।
প্রথম সুযোগটা আসে দিনের দ্বিতীয় ওভারেই। স্পিনার মেহেদী হাসান মিরাজের মিডল স্টাম্পে পড়ে স্পিন করে বেরিয়ে যাওয়া বল ব্যাটে খেলতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। প্যাডে ছুঁয়ে বল চলে যায় সীমানার বাইরে। আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ আবেদন করে বাংলাদেশ দল। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান এলগার। পরে এলগার আর আরইউ জুটি জমিয়ে তুললে সফরকারী শিবিরে খানিক স্বস্তি দেন পেসার এবাদত হোসেন। এই উইকেটিও আসে রিভিউদের কল্যাণে। এলবিডব্লিউ হয়ে ৮ রানে ফেরেন আরইউ।
এরপর সুযোগ আসলেও দুই দফায় এলগারের ক্যাচ ছাড়েন বাংলাদেশি ফিল্ডাররা। মিরাজের বলে এলগারের ক্যাচ যায় স্লিপে, কিন্তু জমাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সে সময় ৩৪ রানে ছিলেম এলগার আবার সুযোগ এসেছিল এলগারকে ফেরানোর। এবার স্লিপে হাত ফসকান ইয়াসির আলি রাব্বি। এবাদত অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে খেলেন্নেলগার। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। কিন্তু মাথার উপর দিয়ে যাওয়া বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি রাব্বি। ৪৩ রানে আরেকবার জীবন পান স্বাগতিক অধিনায়ক।
দুইবার জীবন পেয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুল নেন এলগার। সঙ্গে তার সাথে যোগ দিয়েছেন পিটারসেন। দুজনের অবিচ্ছেদ্য ৫৭ রানে পার্টনারশিপ লিড বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১০৫ রান জমা করেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে, ১৭৪ রানের। এলগার ৬২ আর পিটারসেন ২১ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
খুলনা গেজেট/ এস আই