Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বে আরও সাড়ে ৪ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

আন্তর্জাতিক ডেস্ক

সারাবিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ছয়শ’ মানুষের। মোট প্রাণহানি ৮ লাখ ৮৩ হাজার ছুঁইছুই। একদিনে, নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজারের বেশি। মোট আক্রান্ত ২ কোটি ৭০ লাখ ৪৩ হাজারের উপর।

আবারও দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। একদিনে এক হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। রেকর্ড ৯০ হাজার ছয়শ’র বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪ ঘণ্টায়। দেশটিতে কোভিড-১৯ মোট মৃত্যু ৭০ হাজার ছয়শ’ ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৪১ লাখ ১২ হাজারের কাছাকাছি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কিছুটা কমেছে প্রাণহানি। একদিনে যথাক্রমে ৭০৭ ও ৬১৯ জনের মৃত্যু হয়েছে দেশ দু’টিতে। ৫ শতাধিক প্রাণহানি হয়েছে মেক্সিকোয়।

সারাবিশ্বে আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৭০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ১৬ হাজার ৮৩৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৯১ লাখ ৬০ হাজার ১৮০ জন সুস্থ হয়ে উঠেছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন