বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চতুর্থ দিনের শুরুতেই ইবাদের হানা

ক্রীড়া প্রতি‌বেদক

দক্ষিণ আফ্রিকার চেয়ে ৬৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে লিড শতরান ছাড়ায় সারেল এরউই ও ডিন এলগার জুটিতে। ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন ইবাদত হোসেন। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলেন এরউই।

দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ২৯৮ রান তোলে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষাংশে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ৪ ওভার খেলে ৬ রান তোলে প্রোটিয়ারা। এরউই এবং এলগার উভয়ই ৩ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ইনিংস বেশি লম্বা করতে পারেননি এরউই। ১৮.৩ ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইবাদত। শুরুতে আউটের আবেদনে সাড়া দেননি ম্যাচ আম্পায়ার।পরে রিভিউয়ের মাধ্যমে পরিবর্তন হয় সিদ্ধান্ত।

১৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫২ রান। ১২১ রানে এগিয়ে স্বাগতিকরা।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন