শুরু হয়ে গেল বহু ফজিলতপূর্ণ রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ রবিবার ভোরে সাহরীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখা শুরু করেছেন, যা অব্যাহত থাকবে টানা একমাস।
এর আগে গত সন্ধ্যায় বাংলাদেশের পশ্চিমাকাশে ১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর গকতাল থেকেই তারাবির নামাজ আদায় শুরু করেছেন মুসল্লিরা।
ইসলামিক ফাউন্ডেশনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে।
রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।