Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

গেজেট ডেস্ক

১৪৪৩ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ আজ শনিবার দেখা গেলে আগামীকাল রোববার থেকে রমজান শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

টেলিফোন নম্বর ​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ​: ​০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন