নড়াইলের লোহাগড়া উপজেলার প্রধান সড়কসহ ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ পাঁকা সড়ক ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে ব্যবহার করায় দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অনেকেই পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সড়কসহ গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের পাঁকা সড়কে কলাই, মসুরী, গম, ধনিয়া, রাই সরিষাসহ নানা প্রকার রবিশস্য শুকানো ও মাড়াইয়ের জন্য বাড়ির উঠানের মত ব্যবহার করছে স্থানীয় কৃষকেরা। রাস্তায় পর্যাপ্ত রোদ আর চলাচলরত গাড়ীর চাকায় সহজে ফসল মাড়াই হওয়ায় বাড়ি সংলগ্ন সড়কই মাড়াইয়ের জন্য একমাত্র স্থান হয়ে দাঁড়িয়েছে। ফলে যানবাহন ও যাত্রীদের প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলে জানান গাড়ীর মালিক ও যাত্রীরা।
এ অবস্থার প্রতিকারের জন্য তারা সড়ক ও পরিবহন কতৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলার লোহাগড়া-লাহুড়িয়া প্রধান সড়কসহ বাইপাস সড়কেও নিজেদের কষ্ট লাঘবে এ মরণ ফাঁদ পেতেছেন স্থানীয় কৃষকেরা।
ইজিবাইক চালক মনিরুল ইসলাম, সাহেব মোল্যাসহ কয়েজন জানান, উপজেলার অধিকাংশ রাস্তায় ফসল শুকাতে দিয়ে পথচারীদের দূর্ভোগ সৃষ্টি করছে এক শ্রেণীর অলস মানুষ। গাড়ীর চাকায় ফসল পেঁচিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমাদের। ক্ষতিগ্রস্থ হচ্ছে গাড়ী এবং আহত হচ্ছে যাত্রীরা। আমরা কিছু বললে আমাদের ওপর তেড়ে আসে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
খুলনা গেজেট/ এস আই