খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
আরও দু’বছর মেয়াদ বৃদ্ধির সুপারিশের সিদ্ধান্ত

খুবিতে ৩৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পিআইসির সভা

নিজস্ব প্রতিবেদক

তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা আজ ১ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্ণিত প্রকল্পের অধীন সমাপ্ত, নির্মাণাধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি, উদ্ভূত সমস্যা ও সমাধানে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। সশরীরে এবং অনলাইনে মিশ্র অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান। প্রকল্পের অঙ্গভিত্তিক ভৌত-অবকাঠামোর চলমান নির্মাণ অবস্থা ও ব্যয় সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহা. মাহবুবুস সোবহান, উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী এস এম সাইফুল আলম বাদশা।

সভায় অগ্রগতি পর্যালোচলনায় দেখা যায়, করোনা মহামারিসহ বেশ কয়েকটি উদ্ভূত সমস্যার কারণে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছিল। নতুন উপাচার্য যোগদানের পর তাঁর গতিশীল নেতৃত্ব, পরামর্শ ও গৃহীত পদক্ষেপের ফলে ১০ মাসের মধ্যে সকল স্তরে কাজের গতি ফিরে এসেছে। তবে টিএসসি, জিমনেসিয়াম ও ১১ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের চুক্তির পর এখনও অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এ ক্ষেত্রে গত কয়েকমাসের মধ্যে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ঠিকাদারের অনাগ্রহের বিষয়টিও আলোচনায় স্থান পায়। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ কাজের গতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু অভিমত প্রদান করে সময়বৃদ্ধির বিষয়টি সুপারিশ আকারে পিএসআই কমিটিতে উত্থাপনে একমত পোষণ করেন। উপাচার্য এ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন।

এ সময় পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, কার্যক্রম বিভাগের উপপ্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি-র উপ-পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৬) ড. মোঃ মাহমুদুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি-র পরিকল্পনা শাখার উপসচিব বেগম আসমা নাসরীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (পঃ ও উঃ) আকরাম আলী খান উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ-উদ-দারাইন, প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান এবং উপাচার্যের সচিব সঞ্জয় সহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন। খবর বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!