Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় ৬ জুয়াড়ী আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা সোনাতনকাটি গ্রামে জুয়ার আসর বসেছে এমন খবরে ভিত্তিতে হরিঢালী ক্যাম্প পুলিশের এস আই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি দোকানের বারান্দার বাঁশের মাঁচার উপর তাস নিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করে।

আটককৃতরা হলো সোনাতনকাটি গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে আকবর আলী মোড়ল (৬০), মৃত শেখ আশরাফ হোসেনের ছেলে একরাম হোসেন (৫০), শেখ আমিনুল হকের ছেলে শেখ ইমরান পারভেজ (৩২), শেখ আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল (৩৫), মৃত হায়দার আলীর ছেলে মীর শরিফুল ইসলাম (৪০) ও মৃত মীর নূর আলীর ছেলে মীর বাবু (৪৩)।

এঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওসি মোঃ এজাজ শফি জানিয়েছেন, আটককৃতদের শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন