স্বাগতিকদের ছয় উইকেট তুলে নেওয়া গিয়েছিল আড়াইশ’ রানের আগেই। কিন্তু এরপরই কেশভ মহারাজ আর টেম্বা বাভুমার জুটি দাঁড়িয়ে গিয়েছিল, বড় রানের শঙ্কা তাতে চোখ রাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। তবে পরপর দুই বলে দুই জনকেই সাজঘরে ফিরিয়েছে মুমিনুল হকের দল। তাতেই দক্ষিণ আফ্রিকা পড়ে গেছে অলআউটের শঙ্কায়।
গতকাল চারে নামার পর থেকে টেম্বা বাভুমা ওপাশে দেখেছেন সঙ্গীদের আসা যাওয়ার মিছিল। এর মাঝেও তিনি ছিলেন অবিচল। আজ দলের ষষ্ঠ উইকেটের পর কেশভ মহারাজের সঙ্গে বেঁধেছিলেন জুটি। পঞ্চাশোর্ধ্ব রানের এই জুটিতে বাংলাদেশ শিবিরেও শঙ্কা জেগেছিল আরও বড় রানের পাহাড়ে চাপা পড়ার। বাভুমা নিজেও ছুটছিলেন শতকের দিকে। তখনই তাকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ।
ইনিংসের ৯৮তম ওভার করতে আসা মিরাজ ওভারের প্রথম পাঁচটা অফস্টাম্পের বাইরে। ওভারের তৃতীয় বলে চারও হজম করতে হয়েছিল তাকে। তবে শেষ বলটা দারুণ একটা তীক্ষ্ণ বাঁক নিয়ে যায় লেগ স্টাম্পের একটু বাইরে। বাভুমাকে হকচকিয়ে দিয়ে তার রক্ষণ ভেঙে তার প্যাডে লাগে বল, এরপর তা আঘাত হানে সেই লেগ স্টাম্পে। ২৯৮ রানে ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
পরের সাফল্যটার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হলো মিনিট তিনেক। পরের ওভার করতে আসা এবাদত বাভুমার সঙ্গী মহারাজকে ফেরান পরের বলেই। তার ফুলার লেন্থে করা বলটা মহারাজের রক্ষণ ভেঙে সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে। তাতে সেই ২৯৮ রানেই অষ্টম ব্যাটারকে হারিয়ে অলআউটের দুয়ারে চলে যায় দক্ষিণ আফ্রিকা।