চট্টগ্রাম কারাগারের হাজতি নুরুল আবসার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, নুরুল আবসার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিয়া পাড়া রশিদের ঘোনার আহমদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা ছিল সি.আর ১৭০/২০২১ লোহাগাড়া, দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারাসহ ৫ (১) পিতা মাতার ভরণ পোষণ আইনে। এই মামলার অন্তবর্তীকালীন হাজতের পরোয়ানা মূলে গত বছরের ১০ জুন থেকে চট্টগ্রাম কারাগারে ছিলেন তিনি।
গত ২২ তারিখ থেকে ২৯ মার্চ পর্যন্ত ফুসফুস জনিত সমস্যার কারণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল আবছার। ২৯ তারিখে অবস্থার উন্নতি হলে চমেকের ছাড়পত্র নিয়ে কারাগারে ফেরত যান তিনি। বুধবার রাতে ফের অবস্থার অবনতি হলে তাকে আবার চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চমেকের ১৩ নং মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে।