পাইকগাছার দেলুটী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ব্যানার্জী। পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নির্দেশনায় শনিবার সকালে দেলুটি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, প্রীতিলতা ঢালী, আওয়ামী লীগনেতা সুকৃতি মোহন সরকার, আনন্দ মোহন মন্ডল, পরিতোষ মন্ডল।
উল্লেখ্য, গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেলুটী ইউনিয়নের ২০, ২০/১, ২১ ও ২২ নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে ও উপচে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খুলনা গেজেট/এমআর