পায়রা বন্দর কতৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, পায়রা বন্দর আগামীতে পুরোদমে চালু হলে শুধু বাংলাদেশেই নয়, পুরো এশিয়াতে একটি গুরুত্বপূর্ণ বন্দর হবে। এই পায়রা বন্দরকে কেন্দ্র করে শুধু দক্ষিণাঞ্চল না পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার(৩০ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমস্ত কাজ চলছে। পায়রা বন্দর প্রধানমন্ত্রীর ড্রীম প্রজেক্ট। বর্তমানে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আগামী বছর জুন মাসের মধ্যে বন্দরটির ব্যাপকভাবে কাযর্ক্রম শুরু হবে। খুব দ্রুত সারা এশিয়ায় এই বন্দরের নাম ছড়িয়ে পড়বে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে এই বন্দর অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় পায়রা বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এস আই