খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ
  নুসরাতকে কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে : এনসিপি
  চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের বোনাস, জুনের শুরুতে দিতে হবে বেতন : স্বরাষ্ট্র উপদেষ্টা
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উৎখাত ও পদত্যাগ চাইলো ১৩ গণসংগঠন

আলু নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

গে‌জেট ডেস্ক

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ফুচকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজে জড়িত ছিলেন তিনি।

এদিকে এ ঘটনায় নান্নু হাজি (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভোর সোয়া ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!