খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

নগরী‌তে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হ‌য়ে‌ছে। একই ঘটনায় অপর একজন মারাত্মক আহত হ‌য়ে‌ছে। বুধবার রাত ১১ টার দি‌কে নগরীর শেখ শহীদ আবু না‌সের স্টে‌ডিয়া‌মের সাম‌নে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে।

দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন খা‌লিশপুর থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান।

নিহতরা হ‌লো, খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ গেট গাবতলা এলাকার রহমান শেখের ছে‌লে আলাউ‌দ্দিন শেখ, আটরা গিলাতলা এলাকার ‌মোঃ আরজু আল চয়ন। আহত যুব‌কের নাম মোঃ হা‌মিদুর রহমান।‌ সে গাবতলা এলাকার আনসার আলীর ছে‌লে।

খা‌লিশপুর থানার এসআই পীষুস দাস ব‌লেন, রাত ১১ টার দি‌কে মোটরসাই‌কেল‌যো‌গে তিনজন খা‌লিশপু‌রের দি‌কে যা‌চ্ছিল। মোটরসাই‌কেল আ‌রোহীরা আবু না‌সের স্টে‌ডিয়া‌মের কাছে পৌছা‌লে এক‌টি কাভার্ডভ‌্যান বাম দি‌কে টার্ন নেয়। এসময় ওভার‌টেক কর‌ছিল ওই মোটরসাই‌কে‌লের আ‌রোহীরা। তখন মোটরসাই‌কেল‌টি কাভার্ডভ‌্যা‌নের ভেতর চ‌লে যায়। নিহত দুইজ‌নের শরী‌রের ওপর দি‌য়ে চাকা চ‌লে যায়। দুর্ঘটনার খবর পে‌য়ে খুলনা সদর ফায়ার সার্ভিসের সদস‌্য ও আশপা‌শের মানুষ ছু‌টে আ‌সেন। তা‌দের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় আলাউ‌দ্দিন ও চয়ন না‌মে দুই যুব‌কের মৃত‌্যু হয়। আর
হা‌মিদুর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে। দৌলতপুর থানা পু‌লিশ ঘাতক কাভার্ডভ‌্যান আটক কর‌তে পার‌লে‌ও চালক‌কে ধর‌তে পারে‌নি।

জানা যায়, তারা তিনজনই খুলনা মহানগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় আজও ডিউটি/অফিস শেষে তারা ৩.জন একই সাথে একটি মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!