ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার এলাকায় বালি বোঝাই একটি ট্রাক লোহার ব্রীজ ভেঙে নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, চাপরাইল বাজার এলাকায় চিত্রা নদীর উপর একটি নতুন ব্রীজ তৈরি হচ্ছে। এরপাশে যাতায়াতের জন্য একটি লোহার ব্রীজ তৈরি করা হয়। এই ব্রীজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকা সত্তেও বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চিত্রা নদীর উপর নির্মিত লোহার ব্রীজ দিয়ে একটি বালি বোঝাই ট্রাক পার হচ্ছিল। হঠাৎ ব্রীজের একটি অংশ ধ্বসে পড়ে। মুহুর্তের মধ্যে বালি বোঝাই ট্রাকটি উল্টে পড়ে যায় নদীতে। তবে এ ঘটনায় সাথে সাথে আশে পাশের লোক ছুটে এলে দেখতে পান কেউ আহত হয়নি।
এ ঘটনার পর থেকে ট্রাকটির ড্রাইভার-হেল্পার কাউকেই পাওয়া যায়নি।