সুস্থ দেহ, সুন্দর মন রক্ষার্থে খেলাধুলার প্রয়োজন। আর এই খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ। কিন্তু দিন দিন কমছে মাঠ। খুলনা জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ফুটবল খেলার জন্য ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলার খেলোয়াড়গণ ইতিপূর্বে জেলা ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছে।
এই উপজেলায় কয়েকটি বড় খেলার মাঠ থাকলেও জেলা পর্যায়ের খেলার ভেন্যু এখানে পড়েনা। তার একটাই কারণ এখানে কোন মাঠেই দর্শক সমাগমের জায়গা নেই। এলাকার জনগণ ফুটবল খেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর কাছে স্টেডিয়ামের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি তাদেরকে স্টেডিয়াম করে দেয়ার বিষয় আশ্বাস প্রদান করেন।
এই পরিপ্রেক্ষিতে সালাম মূর্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে একনেকে উত্থাপন করা হয়। যার ফলে গত ১৫ ই জুন একনেক সভায় তিন উপজেলার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর অনুমোদন হয়।
তারই ধারাবাহিকতায় তিন উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর জায়গা নির্ধারণসহ টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।
খুলনা গেজেট/ এস আই