আবারও চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এখন নিমিষেই শেয়ার করা যাবে বড় সাইজের ফাইল। সূত্র মতে, প্রায় ২ জিবি পর্যন্ত যেকোনো ফাইল শেয়ার করা যাবে।
জানা গেছে, অ্যানড্রয়েড হোক বা আইওএস, দু’ধরনের ডিভাইসের ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। প্রাথমিক ভাবে আর্জেন্টিনায় এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। তাই অন্যান্য দেশের ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি উন্মুক্ত হলে ২ জিবি পর্যন্ত সাইজের ফাইল অনায়াসে পাঠানো যাবে। তাহলে ব্যবহারকারীরা বেশ উপকৃত হবেন। এরফলে ব্যবহারকারীরা অডিও ও ভিডিও ফাইল এমনকি ভালো রেজুলেশনের ইমেজও পাঠাতে পারবেন। আগের মতো ফাইল পাঠানোর জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারেরও দরকার নেই। এমনিতেই কোনও কনটেন্টের সাইজ কমানোর অর্থ হলে সেই কনটেন্টের গুণগত মান খারাপ করা। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে এইসব সমস্যার সমাধান হবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০০ এমবি সাইজের ফাইল সেন্ড করা সম্ভব। কিন্তু নতুন ফিচার চালু হলে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল অনায়াসেই পাঠানো সম্ভব হবে।
খুলনা গেজেট/কেএ