খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে

খুলনার ব্যবসায়িদের প্রতি কেএমপি কমিশনারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খুলনা মহানগরীর ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মতবিনিময় সভা করেছেন।

আজ বুধবার (৩০ মার্চ) বিকেল ৪টায় কেএমপি’র হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা’র সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খুলনা মহানগরীর জনসাধারণের শান্তিপূর্ণভাবে কেনাকাটা এবং নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেএমপি’র কমিশনার মহোদয় মতবিনিময় সভায় নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করেনঃ

১. খুলনা মহানগরীর সকল মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন করতঃ সিসি ক্যামেরার সংযোগ আওতাধীন থানা অথবা ফাঁড়িতে সংযুক্ত করতে হবে।

২. পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।

৩. যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে খুলনা বড় বাজার এলাকায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।

৪. ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শপিংমলের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা যাবে না।

৫. চুরি-ছিনতাই রোধে থানার মোবাইল ও পেট্রোল ডিউটি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে।

৬. মার্কেটের প্রবেশ পথে ব্যবসায়ীদের নিজস্ব ব্যাবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার সুরক্ষা সামগ্রী রখতে হবে।

৭. সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয় করে কাজ করতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!