শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১টার দিকে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
নিহত দুজন হলেন উপজেলার মোচারচড় এলাকার আবদুর রাজ্জাকের ছেলে রাব্বি (২০) ও একই এলাকার ফারুক হোসেনের ছেলে ওয়াসিম (২০)। রাব্বি নকলা সরকারি হাজী জালমামুদ কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওয়াসিম একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নকলা উপজেলার নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকার পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা রাব্বি ও ওয়াসীম। এ সময় বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ পাশের খাদে পড়ে যান তারা।
এ সময় ঘটনাস্থলেই নিহত হন রাব্বি। গুরুতর আহত হন অপর আরোহী ওয়াসিম। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টায় মারা যান তিনি।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের একজন ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন হাসপাতালে মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
খুলনা গেজেট/এএ