Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে খুবি উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টরের কমান্ডার, মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদকে ভূষিত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী অত্যন্ত দৃঢ়তা ও সাফল্যের সাথে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও বীরত্বগাঁথা চিরঅম্লান হয়ে থাকবে। এছাড়া বায়ান্নর মহান ভাষা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওই বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি এক শ্রেষ্ঠ সূর্য সন্তানকে হারালো।’

উপাচার্য মরহুম আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন