খুলনার পাইকগাছা উপজেলার মটবাটী ভাটামারীতে অগ্নিকান্ডে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এতে অন্তত আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে দোকানিরা দোকান-পাট বন্ধ করে বাড়ীতে চলে যান। এরপর রাত আনুমানিক ২ টার দিকে প্রথমে সেখানকার কমিউনিটি ক্লিনিকের সামনের একটি দোকানে আগুন লাগলে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হন। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে সব ক’টি (৫টি) দোকান ভষ্মিভূত হয়।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান, ইউপি সদস্য নাজমা বেগম, আ: আজিজ, মোবারক গাজী, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেন।
এঘটনায় ক্ষতিগ্রস্থ অনুপম মিস্ত্রি জানান, তার মা মটরস’র ৭০-৮০ হাজার টাকার মালামাল, সমীরণের মুদি ও কাঁচা মালের দোকানে লক্ষাধিক, দীপন শীলের সেলুনি দোকানের ২০ হাজার টাকার মালামাল, ভোলা মন্ডলের কাঁকড়া ডিপো’র ৩০ হাজার টাকার মালামাল ও প্রদীপ সরকারের ভাঁজির দোকানের অন্তত ২০-২৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
খুলনা গেজেট/এএ