Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ সেপ্টেম্বর) পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৮টি মামলা হয়েছে।

কেএমপি’র সূত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হল- নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকার সুভাশ দাশের পুত্র অনিক দাশ (১৯), একই এলাকার মৃত অনীলের পুত্র অর্জুন (১৯), বরগুনা জেলার বড় তালেশ্বর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ নাজমুল হাসান (২৪), নগরীর খালিশপুর এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সোহেল (২৮), মুজগুন্নী এলাকার মোঃ তোফাজেল হোসেন খোকনের ছেলে মোঃ মারুফ হোসেন বাপ্পি (৩৪), দৌলতপুরের মৃত আবু তাহের মোল্যার ছেলে মোঃ সোহেল মোল্যা (২৯), পিরোজপুর জেলার মৃত সোহরাব শেখের ছেলে মোঃ রাসেল শেখ (৩৫), নগরীর দৌলতপুরের মোঃ নুরুল ইসলাম শেখের ছেলে মোঃ সাগর শেখ (৩২) এবং খালিশপুরের শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ সোহেল (৪২)। পৃথক এসব অভিযানে ৭ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা ও ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন