Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ড্যাব’র কেন্দ্রীয় নেতা ডাঃ সেখ আখতার উজ জামান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব, বিএমএ খুলনার সাবেক সাধারণ সম্পাদক ও ড্যাব’র কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ সেখ আখতার উজ জামান করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে রাজধারীর স্কয়ার হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছিল। শুক্রবার তাকে খুলনার করোনা ডেডিকেট (ডায়াবেটিক) হাসপাতাল ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত : গত ৬ জুলাই তার একমাত্র কণ্যা সন্তান করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।

ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ খুলনা গেজেটকে বলেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আখতার উজ জামান নিয়মিত প্রাইভেট প্রাকটিস করতেন। তার তেমন কোন উপসর্গ ছিল না। গতকাল শুক্রবার একটু কাশি হলে সন্দেহ হয়। গতকালই পরীক্ষায় পজেটিভ হলে তাকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকায় নেয়া হয়েছে। স্কয়ারে ভর্তির প্রক্রিয়া চলছে।

ডাঃ সেখ আখতার উজ জামান খুলনা মহানগরীর মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়ীতে বসবাত করেন। খুলনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, ব্যক্তি ও পেশাগত জীবনে কারো মনে কষ্ট দিয়ে থাকলে মেহেরবানী করে আমাকে মাফ করে দিয়ে, আমার জন্য দোয়া করবেন সকলেই।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন