নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ মার্চ দুপুর ২ টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৭ টায় খুলনা মহানগর ইসলামী আন্দোলনের জরুরী সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ও পরিচালনা করেন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, মোঃ আমজাদ হোসেন, হাফেজ আব্দুল লতিফ, আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সরোয়ার হোসেন বন্দ, আব্দুস সালাম, শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আল আমিন প্রমুখ।
সভায় আগামী ৩১ শে মার্চ জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে খুলনার প্রত্যেকটি ওয়ার্ড থেকে ঢাকায় গাড়ি যাওয়াসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।