বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রেকর্ড জুটি গড়ে আউট লিটন

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা: ১৫৪/১০ (৩৭ ওভার)

বাংলাদেশ: ১২৭/১ (২০.১ ওভার)

ফিরলেন লিটন

অর্ধশতক থেকে ২ রান দূরেই থামলেন লিটন। কেশব মহারাজকে ড্রাইভ করতে গিয়েছিলেন, তবে ঠিকঠাক তুলতে পারেননি। শর্ট কাভারে বাভুমার হাতে ধরা পড়েছেন তিনি। ৫৭ বলের ইনিংসে লিটন মেরেছেন আটটি চার। ১২৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তামিম ইকবালের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২৭ রানের রেকর্ড জুটি গড়ে আউট হলেন লিটন দাস।

 

তামিম-লিটনের শতরানের জুটিতে বাংলাদেশের রেকর্ড

প্রিটোরিয়াসের করা ১৭তম ওভারের চতুর্থ বল। ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে লং অফে তামিম পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। এতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে যায়। এর আগে ছিল ৯৫। প্রথম ম্যাচে যা তামিম-লিটন করেছিলেন। পরের ওভারের প্রথম বলেই শামসিকে চার মেরে শতরান পেরিয়ে যায় বাংলাদেশ। লং অফে উড়িয়ে মেরেছিলেন তামিম, কিন্তু ফিল্ডার ক্যাচ ধরতে পারেননি। উলটো চার হয়ে যায়। ১৭.১ ওভারে বাংলাদেশ পার করে ফেলে ১০০ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন